সমুদ্রে নাকি পাহাড়ে, আপনি কেন যাবেন?

নগরজীবনের ব্যস্ততার মাঝে মন চায় একটু স্বস্তির নিশ্বাস নিতে। তাই তো আপনার একঘেয়েমি ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে আপনি ঘুরে আসতে পারেন পাহাড় বা সমুদ্রে সৈকতে। কিন্তু পাহাড় না সমুদ্রে আপনি কেন যাবেন তা মিলিয়ে নিতে পারেন নিজের ভিতরের নিজস্ব বৈশিষ্ট্য থেকে।
পাহাড়
আপনার মন যদি শান্ত হয় এবং আপনি নির্জনতাকে পছন্দ করেন তাহলে পাহাড়ে চলুন।
আপনি দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজ করতে পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে আপনার জীবনের জন্য পাহাড় ভ্রমণ এক স্মরণীয় স্মৃতি হতে পারে।
ভিন্ন ভিন্ন ঝুঁকি নিতে পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে আপনার জন্য পাহাড় ভ্রমণ রোমাঞ্চকর।
পাহাড়ের পথে হাঁটা আর রাতে আগুন জ্বালিয়ে গরম চা— এক ভিন্ন অনুভূতি পরখ করতে পাহাড় আপনার পছন্দ জায়গা।
সমুদ্র
অপরদিকে বিশালতা আর জীবনের ঢেউয়ের সঙ্গে মিশে যাওয়া ভালো লাগে তাহলে সমুদ্রে যেতে পারেন।
বিশালতায় হারিয়ে যেতে চান তাহলে নিঃসন্দেহে আপনি সমুদ্রে যেতে পারেন।
স্রোতের সঙ্গে মিলিয়ে এক ধরনের মুক্তির আনন্দ পেতে চান তবে সমুদ্রে যেতে পারেন।
সমুদ্রে না পাহাড় এ বিষয়ে নানা যুক্তিতর্ক থাকতে পারে, কিন্তু একজন ভ্রমণপ্রেমী হিসাবে কেবল শখ বা বিনোদন নয়, বরং আত্নার মুক্তি এবং স্বস্তির নিশ্বাস নিতে আপনি বা আমি সমুদ্রে বা পাহাড়ে ঘুরে আসতে পারি যেকোনো দিন যেকোনো সময়।