ধোপাখোলা স্টেশন
যশোর বনগাঁ রুটে ছোট্ট একটি স্টেশন ছিল ধোপাখোলা। কালে কালে সেটি হয়ে গেছে হারিয়ে যাওয়া স্মৃতি। একসময় এই স্টেশনই ছিল আশেপাশের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দূরদূরান্ত থেকে কৃষক, ব্যবসায়ী আর যাত্রীজন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আর পায়ে হেঁটে আসতেন ট্রেনে চড়তে। জমজমাট সেই ধোপাখোলা এখন যেন নিঃসঙ্গ কোনও প্রত্নতাত্ত্বিক নিদর্শন।রেলপথের ইতিহাস ঘাঁটলে জানা যায়, সময়ের চাহিদা মেটাতে ধোপাখোলা স্টেশন স্থাপন করা...
সর্বাধিক ক্লিক