ইন্দোনেশিয়ায় পিকনিকফেরত স্কুলবাস খাদে, নিহত ২৭

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুমেদাং শহরের নিকটবর্তী একটি এলাকায় গতকাল বুধবার রাতে একটি স্কুলবাস খাদে পড়ে যায়। ছবি : রয়টার্স
ইন্দোনেশিয়ায় একটি স্কুলবাস খালে পড়ে অন্তত ২৭ জন নিহতের ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিম জাভা প্রদেশের সুমেদাং শহরের নিকটবর্তী একটি এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। গণপরিবহণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার মন্ত্রণালয় জানায়, পিকনিকে যাওয়া বাসটিতে একটি জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা ছিল। দুর্ঘটনার পর ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে বাস দুর্ঘটনার কারণ জানা সম্ভব হয়নি।