প্রমাণ ছাড়াই করোনামুক্ত দাবি করে নির্বাচনী প্রচারের অপেক্ষায় ট্রাম্প

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসকেরা ঘোষণা দিয়েছিলেন, ট্রাম্প অন্য কাউকে সংক্রমিত করার ঝুঁকিতে নেই এবং তিনি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন।
তবে ট্রাম্পকে করোনামুক্ত বলে ঘোষণা দেননি চিকিৎসকেরা। এরপরও ট্রাম্প দাবি করছেন, তিনি করোনা থেকে পুরোপুরি সুস্থ। তবে করোনা নেগেটিভ হওয়ার কোনো প্রমাণ তিনি দেননি। হোয়াইট হাউসের পক্ষ থেকেও ট্রাম্পের স্বাস্থ্যবিষয়ক তথ্য এবং করোনা নেগেটিভ রিপোর্টের বিষয়ে কিছু বলা হয়নি।
সংবাদমাধ্যম ফক্স নিউজকে গতকাল রোববার ট্রাম্প বলেছিলেন, ‘আমি সেরে উঠেছি। ভোটযুদ্ধে অংশ নেওয়ার জন্য আমি ভালো অবস্থায় রয়েছি।’ বর্তমানে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ট্রাম্প।
ট্রাম্প আরো বলেন, ‘আপনি যখন একবার করোনা থেকে সুস্থ হবেন, তখন আপনি করোনা প্রতিরোধী। আমিও করোনা প্রতিরোধী। হতে পারে এটি দীর্ঘ সময় কিংবা স্বল্প সময়ের জন্য। হতে পারে সারা জীবনের জন্য।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেলেন, যাকে বিরোধীর মতো বেজমেন্টে লুকিয়ে থাকতে হবে না।’
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন করোনা শুরুর প্রথম দিকে নানা ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় তাঁকে ‘স্লিপি জো’ বলে ডাকেন ট্রাম্প। সেইসঙ্গে ট্রাম্প বলেন, ‘বাইডেন করোনার ভয়ে বেজমেন্টে লুকিয়ে আছেন।’ তবে বর্তমানে বাইডেন আসন্ন নির্বাচনী প্রচার নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন।
এদিকে, সেরে ওঠার দাবি করা নিয়ে ট্রাম্পের গতকাল রোববারের টুইটটি আড়াল করে ফেলেছে টুইটার কর্তৃপক্ষ। তাদের দাবি, পোস্টটি ক্ষতিকর সম্ভাব্য ভুল তথ্য সরবরাহ করছে, যা বিভ্রান্তিকর।