বয়োজ্যেষ্ঠ ভোটারদের পক্ষে টানতে ফ্লোরিডায় বাইডেনের জনসংযোগ

মার্কিন নির্বাচনে যে কয়েকটি অঙ্গরাজ্যকে ‘ব্যাটল গ্রাউন্ড’ বা লড়াইয়ের ময়দান বলা হয়, সেগুলোর মধ্যে ফ্লোরিডা অন্যতম। ফ্লোরিডায় নির্বাচনী প্রচারে গিয়ে জোরেশোরে গণসংযোগ চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লোরিডায় গণসংযোগে গিয়ে নভেল করোনাভাইরাস মোকাবিলায় বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেছেন বাইডেন। এর পাশাপাশি ফ্লোরিডার পেমব্রোক পাইনস শহরে গতকাল মঙ্গলবার গণসংযোগে গিয়ে ফ্লোরিডার বয়োজ্যেষ্ঠ ভোটারদের প্রশংসাবাক্যে ভাসিয়েছেন।
বাইডেন বলেছেন, ট্রাম্প বয়স্ক ভোটারদের নির্বাচনে জয় পেতে ব্যবহার করেছেন মাত্র।
এর আগের দিন করোনাভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা শেষে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় সমাবেশ করে গণসংযোগ চালিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে গেলে প্রয়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকটোরাল কলেজের ভোটের ক্ষেত্রে ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
ইলেকটোরাল কলেজ
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বেশি ভোট পেলেই যে একজন প্রার্থী সব সময় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তা কিন্তু নয়। জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না। ইলেকটোরাল কলেজ নামে পরিচিত একদল কর্মকর্তার পরোক্ষ ভোটে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট।
এ ক্ষেত্রে ‘কলেজ’ শব্দটি বলতে একদল লোককে বোঝায়, যাঁরা নির্বাচকের ভূমিকা পালন করেন। তাঁদের সবার কাজ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা।
প্রতি চার বছর অন্তর অন্তর নির্বাচনের পর ইলেকটোরাল কলেজের নির্বাচকরা তাঁদের দায়িত্ব পালন করার জন্য একত্র হন।
ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে প্রতিটি রাজ্যের হাতে থাকে কিছু ভোট। কোন অঙ্গরাজ্যের কতজন ইলেকটর বা নির্বাচক থাকবেন, সেটা নির্ভর করে ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার ওপর। কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে গেলে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ন্যূনতম ২৭০টি ভোট পেতে হয়।
জনমতে কে এগিয়ে?
সাম্প্রতিক জনমত জরিপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সব মিলিয়ে জাতীয়ভাবে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে খুব অল্প ব্যবধানে এগিয়ে আছেন। রিয়েল ক্লিয়ার পলিটিকসের জনমত জরিপ বলছে, ফ্লোরিডায় রিপাবলিক দলের চেয়ে ৩ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক দল।
গতবারের (২০১৬ সাল) নির্বাচনে ফ্লোরিডায় জয় পেতে ট্রাম্পকে সহায়তা করেছিল বয়োজ্যেষ্ঠ ভোটারদের ভোট। কিন্তু সর্বশেষ জনমত জরিপ বলছে, এবার পরিস্থিতি ভিন্ন। জরিপ অনুযায়ী, রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বয়োজ্যেষ্ঠ ভোটাররা।