বার্সেলোনা হামলায় হতাহত ৩০টি দেশের নাগরিক

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনার ব্যস্ততম লাস র্যাম্বলাস পর্যটন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১৩ জন। আহত শতাধিক। এই হতাহতদের মধ্যে রয়েছেন অন্তত ৩০টি দেশের নাগরিক।
হাসপাতাল ও বার্সেলোনার পুলিশ কর্তৃপক্ষের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
স্পেনের পুলিশ জানিয়েছে, এ সন্ত্রাসী হামলায় হতাহতদের মধ্যে ফ্রান্স, নেদারল্যান্ড, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, জার্মানি, স্পেন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, পেরু, রোমানিয়া, আয়ারল্যান্ড, গ্রিস, কিউবা, মেসেডোনিয়া, চীন, ইতালি ও আলজেরিয়ার নাগরিক রয়েছেন।
তবে নিহত বা আহতদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
হামলার পরপরই ঘটনাস্থলে নিহত দুজনের নাম সংবাদমাধ্যমকে জানায় স্থানীয় পুলিশ। পর্যটন এলাকায় এ হামলায় প্রথম নিহত দুজনই ছিলেন বিদেশি। ইতালির নাগরিক ব্রুনো গুলোত্তা ও বেলজিয়ান নারী এলকে ভানবোকক্রিজিক ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বার্সেলোনার জনতার ওপর সাদা ভ্যান তুলে দেয় এক সন্ত্রাসী।
স্পেনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন ওই ভ্যানচালককে এখনো খুঁজছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো শহর ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।
এদিকে হামলার পর এর দায়িত্ব স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ বিষয়ে সংগঠনটির নিজস্ব সংবাদমাধ্যম আমাকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনা হামলার হত্যাকারীরা আইএসের সেনা।’
আমাক আরো জানায়, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী অভিযানে স্পেন যোগ দেওয়ার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে।
গত বছর ইউরোপের কয়েকটি স্থানে এ ধরনের হামলার দায় স্বীকার করে আইএস।