বার্সেলোনায় ‘হামলাকারী ভ্যানচালক’ গুলিতে নিহত

স্পেনের বার্সেলোনায় ভ্যান চালিয়ে হামলায় সন্দেহভাজন ইউনুস আবু ইয়াকুবকে হত্যা করেছে দেশটির পুলিশ। ছবি : বিবিসি
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় ভ্যান চালিয়ে বহু লোককে হতাহত করা সন্দেহভাজন যুবককে হত্যার দাবি করেছে দেশটির পুলিশ।
বার্সেলোনা শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে ইউনুস আবু ইয়াকুব নামের ওই যুবককে গুলি করে হত্যা করা হয়।
পুলিশের ধারণা, ইউনুসের তুলে দেওয়া ভ্যানেই গত বুধবার ১৩ জন নিহত ও শতাধিক লোক আহত হন।
পুলিশ বলছে, ইউনুসের গায়ে একটি নকল বিস্ফোরক বেল্ট পাওয়া যায়। তাঁকে চিৎকার করে ‘আল্লাহু আকবার’ বলতে শোনা যায়। বার্সেলোনার পেট্রলপাম্পের এক কর্মকর্তা তাঁকে দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানান।
স্থানীয় কিছু বাসিন্দার ভাষ্য, ইউনুসকে তাড়া করতে ২০টির মতো গাড়ি ও হেলিকপ্টারের ব্যবহার করা হয়।
স্পেনের পুলিশ জানিয়েছে, বার্সেলোনায় হামলার ঘটনাটি এখনো আন্তর্জাতিকভাবে তদন্তের সুযোগ রয়েছে।