এবার পালমিরার মন্দির ধ্বংস করল আইএস

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা এবার ধ্বংস করল সিরিয়ার পালমিরা নগরীর আরো একটি প্রাচীন মন্দির। শক্তিশালী বিস্ফোরণে মন্দিরটি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে আইএস জঙ্গিরা।
তুরস্কের বিপ্লবী ওসামা আল-খাতিব এপিকে জানিয়েছেন, গতকাল রোববার ধ্বংস করা হয় পালমিরারের এই নিদর্শনটি। তবে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মাস খানেক আগে মন্দিরটি ধ্বংস করা হয়েছে।
বালশামিন নামে প্রায় দুই হাজার বছরের পুরোনো এই মন্দিরটি ছিল জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দিক থেকে পালমিরা শুধু সিরিয়া নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
সিরিয়ার খ্যাতনামা একজন পুরাতাত্ত্বিককে হত্যা করার কয়েক দিনের মধ্যেই প্রাচীন এই নিদর্শনটি ধ্বংস করা হলো। এর আগে গত মে মাসে পালমিরা শহরের নিয়ন্ত্রণ নেয় জঙ্গি সংগঠন আইএস।