রুশ সামরিক বিমানকে গুলি করে সতর্ক করল দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা আজ মঙ্গলবার রাশিয়ার একটি সামরিক বিমানকে সতর্ক করে গুলি ছুড়েছে। দেশটির পূর্ব উপকূল অঞ্চলে বিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করায় তারা গুলি ছোড়ে।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা জানান, রাশিয়ার যুদ্ধবিমান পরপর দুবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে তাদের বিমানবাহিনীর যুদ্ধবিমান মস্কোর বিমানকে ধাওয়া করে এবং সতর্ক করে গুলি ছোড়ে।
স্থানীয় সময় আজ সকাল ৯টার দিকে প্রথম দফায় রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে এবং তিন মিনিট ধরে তা অব্যাহত থাকে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, আধঘণ্টা পর বিমানটি আবারও দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। দ্বিতীয় দফায় চার মিনিট ধরে তা অব্যাহত থাকে।
এমন পরিস্থিতিতে রাশিয়ার বিমানটিকে বাধা দিতে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী কয়েকটি এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে এবং বিমানটিকে বার্তা পাঠানোর পর তারা সতর্কতামূলক গুলি ছোড়ে।
ওই কর্মকর্তা জানান, এই প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করল। তিনি আরো জানান, সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাটি খতিয়ে দেখছেন।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজই রাশিয়ার কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছে।
এ ঘটনার ব্যাপারে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।