মাছ ধরার নৌযানে দুই হাজার রাইফেল, শত গ্রেনেড

অস্ট্রেলিয়ার উপকূল থেকে অস্ত্রভর্তি একটি নৌযান আটক করা হয়েছে। দেশটির নৌবাহিনীর কর্মকর্তাদের ধারণা, জাহাজটি ইরান থেকে সোমালিয়া হয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল।
অস্ট্রেলিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নৌবাহিনীর টহল জাহাজ এইচএমএএস ডারউইন সমুদ্রে দায়িত্ব পালনের সময় ছোট একটি মাছ ধরার নৌযানকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখতে পায়। জাহাজটি ওমান সমুদ্রসৈকত থেকে ১৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
জাহাজটি থেকে দুই হাজারটির বেশি আগ্নেয়ান্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে একে-৪৭ রাইফেল রয়েছে এক হাজার ৯৮৯টি। এ ছাড়া রকেট চালিত গ্রেনেড পাওয়া যায় ১০০টি।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে জানান, জাহাজটিতে বিভিন্ন দেশের ১৮ জন নাগরিক ছিলেন। তবে তাঁরা যেসব বক্তব্য দিচ্ছেন তা সত্যি কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এসব অস্ত্র প্রাথমিকভাবে ইরান থেকে পাঠানো হচ্ছিল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছেই অস্ত্রগুলো যাচ্ছিল বলে ধারণা যুক্তরাষ্ট্রের।
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ইয়ান ম্যাককনাওগ হে সিএনএনকে বলেন, এসব অস্ত্রের গন্তব্য কোথায় ছিল সে সম্পর্কে আরো খোঁজখবর করা হচ্ছে।
তবে জাহাজটিতে থাকা নাবিকদের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষ ধারণা করছে, এটি সম্ভবত সোমালিয়ার দিকেই যাচ্ছিল। অস্ত্রগুলো জব্দ করা হলেও আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন অনুযায়ী নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে।