অস্ট্রেলিয়ার বাজেটে পরিবর্তনের ইঙ্গিত দিলেন টার্নবুল

অস্ট্রেলিয়ার পরবর্তী বাজেটে কর নীতির পরিবর্তন ও মিতব্যয়িতার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। আজ শনিবার মেলবোর্নের ভিক্টোরিয়া লিবারেল পার্টির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। টার্নবুল প্রশাসনে জন্য এটিই অস্ট্রেলিয়ার প্রথম বাজেট।
বিবিসি জানিয়েছে, বিনিয়োগ, উদ্যোক্তা ও উদ্ভাবন বাড়ানোর লক্ষ্যেই কর নীতির পরিবর্তনের কথা বলেছেন টার্নবুল। তাঁর মতে এবারের বাজেট হবে বিচক্ষণ, স্বচ্ছ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল। আগামী মাসে ঘোষিত হবে নতুন বাজেট।
এর আগে নির্দিষ্ট কোনো রাজ্যের স্কুল ও হাসপালের ব্যয় সংশ্লিষ্ট রাজ্যকে বহনে প্রধানমন্ত্রী প্রস্তাব নাকচ করে দেয় স্থানীয় প্রশাসন। ওই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট রাজ্য তাঁদের খরচ বহন করতে কর বাড়াতে অনিচ্ছুক। একই অবস্থা আমাদেরও।
ম্যালকম টার্নবুল বলেন, সব রাজ্য ও নির্দিষ্ট অঞ্চলকে খরচের বিষয়ে স্বচ্ছ হতে হবে। নিজস্বভাবেই তাদের চলতে হবে। আর দেশের আয় বাড়বে শুধু অর্থনৈতিক উন্নয়ন থেকে। টার্নবুলের মতে, বাড়তি কর ও ঋণ অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতার মতো কাজ করে।
প্রধানমন্ত্রী টার্নবুল আরো বলেন, খনিজ আহরণের অর্থনীতি থেকে ভিন্নপথে যাচ্ছে অস্ট্রেলিয়ার অর্থনীতি। পরবর্তী নির্বাচনে এটিই মূল আলোচ্য বিষয় হবে।
তবে টার্নবুলের পরিকল্পনা ভিন্নভাবে দেখেন বিরোধীদলীয় নেতা বিল শর্টেনের। শিক্ষা খাতে বরাদ্দ কমানোর জন্য সপ্তাহজুড়েই টার্নবুল প্রশাসনের সমালোচনা করেছেন তিনি।
হাসপাতাল ও স্কুল খাত থেকে বরাদ্দ কমানোর কথা বিরোধী দলের পক্ষ থেকে আজও স্মরণ করিয়ে দেওয়া হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের পক্ষ থেকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তবে বিরোধীদের এমন ঘোষণা বাস্তবায়নে কোনো পরিকল্পনাই নেই বলে দাবি করেছেন টার্নবুল।