৭৮ কোটি টাকায় গোটা গ্রাম বিক্রি!

অস্ট্রেলিয়ায় একটি গ্রাম বিক্রি হবে। দাম চাওয়া হয়েছে এক কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা ৭৮ কোটি ৪০ লাখ ৮৪ হাজার। গ্রামটির সঙ্গে ক্রেতা আরো পাবেন সেখানে থাকা ৩৩টি বাড়ি, এক হ্রদ ভরা মাছ, আর ৩৫টি পাহাড়ি গরু।
এনডিটিভি জানিয়েছে, বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেওয়া গ্রামটির অবস্থান অস্ট্রেলিয়ার দক্ষিণে অবস্থিত তাসমানিয়া দ্বীপের মধ্যাঞ্চলে। তারালিয়াহ ১৪৫ হেক্টর বা ৩৫৮ দশমিক ৩ একর আয়তনের গ্রামটির দাম অস্ট্রেলীয় ডলারে এক কোটি ৩০ লাখ।
অস্ট্রেলিয়ার জমি ও স্থাপনা বিক্রয় প্রতিনিধি জন ব্লাকলো বলেন, তিনি তিন দশক ধরে হোটেল বিক্রি করেন। তবে এবারই প্রথমবারের জন্য তিনি গ্রাম বিক্রি করতে যাচ্ছেন। গত সপ্তাহে বিজ্ঞপ্তি দেওয়ার পর এখন পর্যন্ত চীন, হংকং, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে অনেকেই এই সম্পত্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
জানা গেছে, ১৯২০-৩০-এর দশকে জলবিদ্যুৎকেন্দ্রের দুই হাজার কর্মচারীর জন্য তারালিয়াহ গ্রাম গড়ে তোলা হয়। তবে জলবিদ্যুৎকেন্দ্রটি স্বয়ংক্রিয় করে ফেলায় ওই কর্মীদের আর প্রয়োজন হয় না। তাই গ্রামটিও বিক্রি করে দেওয়া হচ্ছে। বর্তমানে গ্রামে বাসিন্দা হিসেবে আছেন কিছু পর্যটনকর্মী।
এনডিটিভি জানিয়েছে, ওই সময় জুলিয়ান হোমার নামের এক ব্যক্তি গ্রামটি কিনেছিলেন। তিনি গ্রামের স্থাপনাগুলো নতুন করে উন্নয়ন করে পর্যটন কেন্দ্রে পরিণত করেন। টানা ১৩ বছর ধরে তিনি উন্নয়নের কাজ করেন। গ্রামের ৩৩টি ভবনেরই উন্নয়ন করা হয়েছে।
বিক্রয় প্রতিনিধিরা বলেন, তারালিয়াহর পর্যটন থেকে প্রতিবছর ২১ লাখ অস্ট্রেলীয় ডলার আয় হয়। পর্যটকরা সেখানে গিয়ে কটেজে থাকার পাশাপাশি মাছ ধরা, ঘোরাঘুরি ও গলফ খেলতে পারেন। প্রাণী হিসেবে তারালিয়াহ গ্রামে মিলবে ক্যাঙ্গারু, তাসমানিয়ান ডেভিল ইত্যাদি।