আত্মহত্যার চেষ্টা করায় অস্ট্রেলিয়ায় অভিবাসীর অর্থদণ্ড

নাউরু দ্বীপে অস্ট্রেলিয়ার অভিবাসন কেন্দ্রে এক অভিবাসনপ্রত্যাশী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে অর্থদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, কেন্দ্রে থাকা ইরানি অভিবাসনপ্রত্যাশী স্যাম নিমাতি আত্মহত্যার চেষ্টা করেন। ওই ব্যক্তি ও তাঁর মেয়েকে নাউরুর অভিবাসন কেন্দ্র থেকে অন্যত্র পাঠানোর সময় তিনি এই চেষ্টা চালান।
জানা গেছে, স্যাম নিমাতি অভিযোগ স্বীকার করেছেন এবং ২০০ অস্ট্রেলীয় ডলার অর্থদণ্ড মেনে নিয়েছেন। ওই ইরানি দুই বছর ধরে অভিবাসন কেন্দ্রে আছেন।
নৌকায় করে অস্ট্রেলিয়ায় আসা এবং বৈধ কাগজপত্র না থাকা ব্যক্তিদের নাউরু ও পাপুপা নিউ গিনিতে বসবাসের ব্যবস্থা করছে অস্ট্রেলিয়া।
প্রশান্ত মহাসাগরের তিন হাজার বর্গকিলোমিটারের দ্বীপ নাউরু অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বদিকে অবস্থিত। পূর্বে এটি অস্ট্রেলিয়ার অধীনে ছিল। ১৯৬৮ সালে এটি স্বাধীনতা লাভ করে।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি অভিবাসনপ্রত্যাশীর মতো প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা নতুন নয়। বিষয়টি অনুৎসাহিত করতেই অস্ট্রেলিয়া সরকার অর্থদণ্ড করেছে।