বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক হিসেবে পরিচিত কুকুরটি মারা গেছে। ঘুমের মধ্যে মারা যাওয়া কুকুরটির বয়স হয়েছিল ৩০ বছর।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এলাকার দুধের খামারি ব্রায়ান ম্যাকলারেন জানান, গত মঙ্গলবার সকালে মৃত অবস্থায় পাওয়া যায় ম্যাগি নামে কুকুরটিকে। ঘুমের মধ্যেই তাঁর আদরের ম্যাগির মৃত্যু হয়েছে বলে জানান ব্রায়ান।
সাপ্তাহিক টাইমস পত্রিকাকে ব্রায়ান ম্যাক লারেন বলেন, ‘ম্যাগি নামে স্ত্রী কুকুরটির বয়স হয়েছিল ৩০ বছর। গত সপ্তাহ পর্যন্তও সে একা একা চলাফেরা করতে পারত। বাড়ির পোষা বিড়ালের সঙ্গে খেলা করে সময় কাটত তার। দুদিন ধরে তার শরীরটা কিছুটা খারাপ দেখা যায়। এর মধ্যে মঙ্গলবার সকালে তাঁকে মৃত হিসেবে পাওয়া যায়।’
ম্যাগির মৃত্যুতে কষ্ট পেলেও ব্রায়ান বলছেন, তিনি এ জন্য আনন্দিত যে ম্যাগি কষ্টহীনভাবে মারা গেছে।
পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী কুকুর হিসেবে পরিচিত ছিল ম্যাগি। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য প্রয়োজনীয় কাগজ না থাকায় ব্রায়ান বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুর হিসেবে ম্যাগির নাম নিবন্ধন করতে পারেননি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুর হিসেবে ২৯ বছর বয়সী একটি কুকুরের কথা উল্লেখ আছে।
৩০ বছর আগে মাত্র আট সপ্তাহ বয়সী ম্যাগিকে নিয়ে আসেন ব্রায়ানের পরিবারের সদস্যরা।
ম্যাগি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে ব্রায়ান বলেন, ‘তাঁকে বেশ যত্নের সঙ্গে দেখাশোনা করা হতো। সে দুধ খেতে বেশ পছন্দ করত। দুধ দেওয়া হলে তার আর কিছুই চাওয়ার থাকত না। এ ছাড়া মোটরসাইকেলের সঙ্গে দৌড়ে পাল্লা দেওয়া তার শখের কাজ ছিল। মোটরসাইকেলের গতি বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাগিও নিজের গতি বাড়িয়ে দিত।’
ম্যাগি একটা পরিপূর্ণ জীবন পার করেছে বলেও সংবাদমাধ্যমের কাছে জানান ব্রায়ান ম্যাকলারেন।