অস্ট্রেলিয়ার নির্বাচনের তারিখ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবিসি জানিয়েছে, আইন পাসে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে বিরোধিতার পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল নির্বাচনের কথা বলেন। তবে আজ রোববার নির্বাচনের দিনই ঘোষণা করা হয়।
আজ সকালে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যার পিটার কসগ্রোভকে পার্লামেন্টের নিম্ন ও উচ্চ—উভয় কক্ষ বিলুপ্ত করতে বলেন প্রধানমন্ত্রী টার্নবুল।
স্থানীয় সময় আজ রোববার বিকেলে টার্নবুল বলেন, গভর্নর জেনারেল তাঁর প্রস্তাব গ্রহণ করেছেন এবং পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষ বিলুপ্ত করেছেন। আগামীকাল সকাল থেকে এটি কার্যকর হবে। একই সঙ্গে গভর্নর জেনারেল আগামী ২ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
অস্ট্রেলিয়ার রাজনৈতিক পদ্ধতি অনুযায়ী, দেশটির গভর্নর জেনারেল রাষ্ট্রীয় প্রধান এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি।
বিবিসি জানিয়েছে, ১৯৮৭ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৫০টি আসনে নির্বাচনের সঙ্গে সঙ্গে ৭৬ সিনেট আসনেও নির্বাচন হবে। আর আসন্ন নির্বাচনের প্রচারে অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।