কুমিরের সঙ্গে তিন ঘণ্টা লড়াই, বেঁচে গেলেন বৃদ্ধ

বন্ধুকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ৭২ বছর বয়স্ক এক বৃদ্ধ। কুমিরের আক্রমণে তাঁদের ছোট নৌকা ডুবে যায়। বন্ধুটির মৃত্যু হয় পানিতে ডুবেই। কিন্তু বৃদ্ধ তখনো বেঁচে। দশাসই কুমিরের সঙ্গে লড়াইয়ে বৃদ্ধের হাতিয়ার শুধু এক সাঁড়াশি। টানা তিন ঘণ্টা লড়াই করে বেঁচে যান ওই বৃদ্ধ।
গতকাল মঙ্গলবার সকালে উত্তর অস্ট্রেলিয়ার রাজধানী ডারউইন শহরের কাছে খাঁড়িতে এ ঘটনা ঘটে। বেঁচে যাওয়া বৃদ্ধ উদ্ধারকারীদের কাছে তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।
বিবিসি জানায়, বৃদ্ধ ও তাঁর বন্ধু ভিক্টোরিয়া রাজ্যের বেনডিগো এলাকা থেকে ডারউইন বেড়াতে গিয়েছিলেন। তাঁরা ১০ ফুটের এক ছোট নৌকায় ডারউইনের ক্রিকে কাঁকড়া শিকারে যান। কুমিরের ধাক্কায় নৌকা থেকে পড়ে যাওয়া বন্ধুটি ডুবেই মারা যায়। পরে নৌকাও ডুবে যায়।
বেঁচে যাওয়া বৃদ্ধটি বলেন, নৌকা ডুবে গেলেও কুমিরটি বারবার তাঁর কাছে ফিরে আসছিল। তিনি সাঁড়াশি দিয়ে কুমিরের মাথায় আঘাত করেন। পরে তিনি ম্যানগ্রোভ বনে লুকিয়ে থাকেন। ভাটার সময় তিনি তীরে ওঠেন।
বৃদ্ধের চিৎকার শুনে কাঁকড়া সংগ্রাহকরা তাঁকে তীর থেকে উদ্ধার করেন। বৃদ্ধ ও তাঁর বন্ধুর মরদেহ নৌকায় তোলেন তাঁরা। পরে উদ্ধারকারী হেলিকপ্টারের সহায়তায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
উত্তর অস্ট্রেলিয়ায় নোনাপানির কুমিরের সংখ্যা এক থেকে দুই লাখের মধ্যে বলে ধারণা করা হয়। এই বিপুল সংখ্যার কারণে প্রায়ই কুমিরের আক্রমণের খবর পাওয়া যায়।
গত মাসে উত্তর অস্ট্রেলিয়ায় ক্যাম্পিংয়ে যাওয়া ব্যক্তির তাঁবুতে কুমির ঢুকে পড়ে। কুমিরটি তাঁর পা কামড়ে ধরে। এর আগে গত বছর একই অঞ্চলের কাকাডু ন্যাশনাল পার্কে ছোট নৌকায় মাছ ধরতে যাওয়া এক ব্যক্তি কুমিরের আক্রমণে মারা যান। ওই সময়ই ছোট নৌকা ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়।