আজ ইন্দোনেশিয়ায় দুই অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড

ইন্দোনেশিয়ার নুসাকামবাংগান দ্বীপে আজ মঙ্গলবার মধ্যরাতে দুই অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে। মাদক পাচারের দায়ে ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হবে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ। দুজনের সাথে শেষ দেখা করে গেছেন তাঁদের পরিবারের সদস্যরা।
হেরোইন পাচারের অভিযোগে গত ১০ বছর ধরে ইন্দোনেশিয়ার আদালতে বিচার চলছিল অ্যান্ড্রু চ্যান ও মাইরুন সুকুমারনের। সে কারণে অনেক দিন ধরেই বেশ আলোচিত এই ঘটনা। যদিও ফায়ারিং স্কোয়াডে মৃত্যু কার্যকর করা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের আপিলের ভিত্তিতে খোদ ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত এ ব্যাপারে শুনানির জন্য আগামী ১২ মে দিন ধার্য্য করে রেখেছেন।
কিন্তু সেসব কিছু তোয়াক্কা না করে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইন্দোনেশিয়ার জেল কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের ৭২ ঘণ্টা আগে সেটা সাজাপ্রাপ্তদের জানাতে হয়। সে হিসেবে আরো আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে ইন্দোনেশিয়ার জেল কর্তৃপক্ষ।
২০০৫ সালে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় হেরোইন পাচারের অভিযোগে ৯ জনের বিচার শুরু করেন ইন্দোনেশিয়ার আদালত। দীর্ঘ বিচার কার্যক্রমের পর এই ৯ জনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হতে যাচ্ছে আজ রাতে।