দেশজুড়ে ‘সংবিধান বাঁচাও’ সমাবেশ করবে ভারতীয় কংগ্রেস

সংবিধান রক্ষার দাবিতে দেশজুড়ে ‘সংবিধান বাঁচাও’ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আগামী ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। আজ শনিবার (২০ এপ্রিল) কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের মূল লক্ষ্য হলো- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাসহ দলের শাখা সংগঠনের সভাপতিরা উপস্থিত ছিলেন।
কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এই সমাবেশের সময়সূচি জানান। তিনি বলেন, আহমেদাবাদে অনুষ্ঠিত বৈঠকে ‘ন্যায়বিচার পথ: সংকল্প, উৎসর্গ, সংগ্রাম’ শীর্ষক যে প্রস্তাব পাস হয়েছিল, সেই প্রস্তাবের ভিত্তিতেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুজরাটে ‘সংগঠন গঠনের প্রচারণা’ চালু করেছেন। এই অভিযানের লক্ষ্য হলো জেলা সভাপতিদের আরও শক্তিশালী করা। এই অভিযানের প্রথম পদক্ষেপ হিসেবে প্রতিটি জেলায় পাঁচজন পর্যবেক্ষকের উপস্থিতিতে জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতি নিয়োগ করা হবে। ৩১ মের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। জয়রাম রমেশ জানান, এই ‘সংগঠন গঠনের প্রচারণা’ দেশের অন্যান্য রাজ্যেও আয়োজিত হবে।
'সংবিধান বাঁচাও' সমাবেশটি একাধিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে রাজ্য পর্যায়ের সমাবেশ। এরপর ৩ মে থেকে ১০ মে পর্যন্ত জেলা পর্যায়ে এবং ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত বিধানসভা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২০ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার চালানো হবে, যার মূল লক্ষ্য হলো সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই সংবিধান নিয়ে বিরোধীদের মধ্যে বিতর্ক শুরু হয়। রাহুল গান্ধীসহ ইন্ডিয়া জোটের নেতারা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংবিধান ‘ধ্বংস’ করার অভিযোগ তোলেন। সেই বিতর্কের প্রেক্ষাপটেই কংগ্রেসের এই ‘সংবিধান বাঁচাও’ সমাবেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।