কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নিহত ১৪

কলকাতার বড়বাজার এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর হোটেলটির একজন কর্মচারী প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলে তল্লাশি করে বিভিন্ন কক্ষ থেকে আরও ১৩ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, হোটেলটি থেকে মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো আর জি কর হাসপাতাল ও নীলরতন সরকার মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মনোজ বর্মা আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ জানতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।