ভারতীয় চেকপোস্ট ও বাঙ্কার গুঁড়িয়ে দিল পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাকিস্তান সেনাবাহিনী তার উপযুক্ত জবাব দেয়। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তাদের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্টসহ একাধিক বাঙ্কার ‘কার্যকরভাবে ধ্বংস’ হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ ও ৩০ এপ্রিল গভীর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তাদের দাবি, ভারতীয় সেনাদের উসকানিমূলক আচরণের সমুচিত জবাব দিতে সক্ষম হয়েছে তাদের বাহিনী।
নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরেও বিনা কারণে গুলিবর্ষণ করে। এর প্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী ‘উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া’ দেখায় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ আগ্রাসনের মুখে পাকিস্তানের উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি প্রমাণ করে। একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত বলেও তারা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, এর আগে পাকিস্তান সেনাবাহিনী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তারা যেকোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এবং ভারতকে কোনো ভুল পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।