তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করলো ভারত!

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে আজ বুধবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় এসব হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।
এর জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এছাড়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।
তবে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বুধবার তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ‘৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো’ ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়।

নয়াদিল্লি দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের যে ৯টি স্থানে হামলা চালানো হয়েছে, সেগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সরাসরি জড়িত।
ভারতের ভাষ্যমতে, এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কয়েকটি অন্তর্ভুক্ত ছিল। এই অভিযান মূলত গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। সেই হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবা এই হামলার সঙ্গে যুক্ত বলে মনে করা হলেও, গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি।