যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের কথা ভাবছে ভারত

স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রে তৈরি কিছু পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপের কথা ভাবছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে ভারতের জমা দেওয়া একটি নথিতে এমন তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।
১২ মের নথিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির মাধ্যমে ছাড় বা অন্যান্য বাধ্যবাধকতা স্থগিত করার প্রস্তাব করা হয়েছে।”
তবে কোন কোন পণ্যের ওপর এই পাল্টা শুল্ক আরোপ করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, যা মূলত ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত শুল্কের সম্প্রসারণ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত স্টিল উৎপাদক দেশ হিসেবে ভারত ডব্লিউটিওতে জানায়, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের প্রায় ৭.৬ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য মার্কিন শুল্ক দ্বারা প্রভাবিত হবে।

এছাড়া, ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছিল।
উভয় দেশ একটি বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, যেখানে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ব্যবধান দুই-তৃতীয়াংশ কমানোর প্রস্তাব দিয়েছে।
ট্রাম্প অতীতেও ভারতের আমদানি শুল্ক নীতিকে সমালোচনা করে “শুল্ক অপব্যবহারকারী” বলে আখ্যা দিয়েছিলেন।
এদিকে ভারত নিজেও স্টিল আমদানির ওপর শুল্ক আরোপ করেছে। গত মাসে চীন থেকে আসা সস্তা স্টিল রুখতে ভারত ১২ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ করে।
স্থানীয় শিল্পকে রক্ষা ও রপ্তানির সুযোগ বাড়াতে ভারত অন্যান্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে রপ্তানি প্রবেশাধিকার বৃদ্ধিরও চেষ্টা চালিয়ে যাচ্ছে।