ভারতের সঙ্গে সংঘাতে আহত পাকিস্তানের আরও দুই সেনার মৃত্যু

ভারতের হামলায় গুরুতর আহত আরও দুই পাকিস্তানি সেনা সদস্য মারা গেছেন। আজ বুধবার (১৪ মে) দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মাতৃভূমি রক্ষার জন্য অসামান্য সাহস ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়ে গত ৬ ও ৭ মে যুদ্ধক্ষেত্রে আহত এই দুই বীর সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
নতুন এই মৃত্যুর মধ্য দিয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনীর শহীদ জওয়ানদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
আইএসপিআর আরও জানায়, এই সংঘাতে কর্তব্য পালনকালে আরও ৭৮ জন সেনাসদস্য আহত হয়েছেন। শহীদ হওয়া এই দুই বীর হলেন- পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মুহাম্মদ নাভেদ ও পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মুহাম্মদ আয়াজ।

তাদের আত্মত্যাগকে সাহস, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।
পাকিস্তান সশস্ত্র বাহিনী দেশের জনগণের সাথে একাত্মতা পোষণ করে এই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে হামলায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসে পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করে। প্রায় ৮৭ ঘণ্টা পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।