টেকঅফের সময় উড়োজাহাজে আগুন, ইমার্জেন্সি স্লাইডে নামানো হলো যাত্রীদের
আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট টেকঅফের আগমুহূর্তে বিপর্যয়ের সম্মুখিন হয়েছে। এ সময় ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুন লাগায় উড়োজাহাজটি রানওয়েতেই থামিয়ে ফেলা হয় এবং যাত্রীদের ইমার্জেন্সি স্লাইডের মাধ্যমে বিমান থেকে বের করে আনা হয়। যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) এই ঘটনায় একজন যাত্রী সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর এবিসি নিউজের।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মায়ামির উদ্দেশে ছাড়ার কথা ছিল। উড়োজাহাজটি রানওয়েতে টেকঅফের সময় “ল্যান্ডিং গিয়ারজনিত সম্ভাব্য সমস্যা” দেখা দেওয়ায় টেকঅফ বাতিল করা হয়। এ ঘটনাটি তদন্ত করছে সংস্থাটি।
ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, বিমানটি রানওয়েতে ১২৭ নট (প্রায় ১৫০ মাইল প্রতি ঘণ্টা) গতিবেগে পৌঁছেছিল, তারপর ধীরে ধীরে থেমে যায়।
লাইভএটিসি.নেট–এ প্রকাশিত এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে শোনা যায়, পাইলট কন্ট্রোলারকে বলেন, "আমরা রানওয়েতে থেমে যাচ্ছি।" জবাবে কন্ট্রোলার বলেন, "আপনার বিমান থেকে অনেক ধোঁয়া দেখা যাচ্ছে।" পরে কন্ট্রোলার আরও বলেন, "আগুনের শিখাও দেখা গেছে, তবে এখন ধোঁয়া একটু কমে আসছে।"
বিমানটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের। এতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।
ঘটনাস্থলে থাকা যাত্রী মার্ক সুরকিস (৫০) বলেন, "বিমান ছাড়ার সময় হঠাৎ একটি বিশাল শব্দ শুনি। আমি তখনই বলি, 'এটা ভালো নয়।' এরপর বিমান ধীরে ধীরে গতি কমাতে শুরু করে। জানালা দিয়ে দেখা যায়, একটি চাকা পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে কেউ একজন বলে উঠল, ‘ধোঁয়া, আগুন।’ এরপর অনেকে আতঙ্কিত হয়ে পড়ে।"
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা বিমানের আগুন নিভিয়ে ফেলে এবং ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেয়। এর মধ্যে একজনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় বিমানের যাত্রীদের বিকল্প একটি ফ্লাইটে করে মায়ামিতে পাঠানো হবে বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। দুর্ঘটনাকবলিত বিমানটি পরবর্তী তদন্ত ও পর্যালোচনার জন্য বাইরে রাখা হয়েছে।

এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, "আমাদের টিমের পেশাদারিত্বের জন্য আমরা কৃতজ্ঞ এবং যাত্রীদের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখিত।"
মার্ক সুরকিস বলেন, "অবশ্যই এটি একটা ভয়ংকর অভিজ্ঞতা ছিল, তবে আমরা ভাগ্যবান যে এটি উড়ে যাওয়ার আগেই ঘটেছে। পাইলট সময়মতো থামাতে পেরেছেন।"