জাপানে আঘাত হেনেছে সুনামির প্রথম ঢেউ

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো প্রদেশের হানাসাকি বন্দরে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। দেশটির সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সুনামির প্রথম ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরও কিছু এলাকায়ও ঢেউ আঘাত হানতে পারে।
প্রথম ঢেউ ছোট মনে হলেও, সুনামির ঢেউ সাধারণ ঢেউয়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ৫০ সেন্টিমিটার উঁচু একটি ঢেউয়ের ধাক্কায় প্রায় ২০০ কেজি (৪৪১ পাউন্ড) ওজনের শক্তি সৃষ্টি হয়, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে ফেলে দিতে সক্ষম।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সতর্ক করে জানিয়েছে, হোক্কাইডো থেকে ওয়াকায়ামা পর্যন্ত যেসব এলাকায় সুনামি সতর্কতা জারি রয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উচ্চ স্থানে সরে যেতে হবে।
সুনামি পরামর্শ জারি থাকা এলাকাগুলোর বাসিন্দাদেরও উপকূলীয় এলাকা ও নদীর কাছাকাছি না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
আবহাওয়া সংস্থাটি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সুনামি ঢেউ একাধিকবার আসতে পারে এবং প্রায়ই দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের চেয়ে বড় হয়ে থাকে। তাই সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকতে হবে।
ঢেউ আঘাত হানতে শুরু করতে পারে স্থানীয় সময় সকাল ১০টার পর থেকে এবং তা চলতে পারে দুপুর ২টা পর্যন্ত।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ বুধবার (৩০ জুলাই) সকালে এক সংক্ষিপ্ত ভাষণে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সুনামি সতর্কতায় থাকা এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করেছেন।
ইশিবা বলেন, “জনগণের জানমালের ক্ষতি এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।” তবে তিনি স্বীকার করেন, আজকের পরিস্থিতি কেমন হবে তা এখনো অনিশ্চিত।
জাপানের আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, উত্তর জাপানে প্রথম সুনামি ঢেউ পৌঁছাতে শুরু করেছে।
টোকিও বে এবং ওসাকাও এখন সুনামি পরামর্শের আওতায় রয়েছে। এসব এলাকায় ঢেউয়ের উচ্চতা এক মিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনো জরুরি পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে প্রশাসন।
এর আগে, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানে সুনামি সতর্কতা জারি করা হয়।