ধেয়ে আসছে আটলান্টিকের ইতিহাসে দ্রুততম শক্তিসঞ্চয়ী ঝড় ‘এরিন’

শক্তিশালী হ্যারিকেন এরিন আটলান্টিক মহাসাগরে আশ্চর্যজনকভাবে দ্রুত শক্তি সঞ্চয় করেছে। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) কিছু সময়ের জন্য এটি ক্যাটাগরি-৫ এ উন্নীত হয়, পরে ক্যাটাগরি-৪ এ নেমে আসে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত ৭৫ মাইল গতির বাতাস নিয়ে ক্যাটাগরি-১ ঝড় ছিল এরিন। ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রায় ১৬০ মাইল গতির বাতাস নিয়ে ক্যাটাগরি-৫ এ পরিণত হয়। এত দ্রুত শক্তি সঞ্চয় করায় এরিন আটলান্টিকের ইতিহাসে অন্যতম দ্রুততম শক্তিশালী হওয়া হ্যারিকেন হিসেবে রেকর্ড গড়েছে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত এরিন শক্তিশালী ক্যাটাগরি-৪ অবস্থায় রয়েছে। শিগগিরই এটি আবার ক্যাটাগরি-৫ এ ফিরে যেতে পারে। ঝড়টির চোখ পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবেশ করেছে, ফলে এর আকার আরও বেড়ে যাবে।
আটলান্টিক মহাসাগরে এতদিনে মাত্র ৪৩টি ক্যাটাগরি-৫ হ্যারিকেন রেকর্ড হয়েছে। এরিন সেই তালিকায় যুক্ত হয়ে গেছে। ২০১৬ সালের পর থেকে এ নিয়ে ১১তম ক্যাটাগরি-৫ ঝড় সৃষ্টি হলো আটলান্টিকে—যা অস্বাভাবিকভাবে বেশি।
এছাড়া মৌসুমের এত আগেই (আগস্টের মাঝামাঝি) ক্যাটাগরি-৫ হ্যারিকেন তৈরি হওয়াটাও বিরল ঘটনা। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরেই এমন শক্তিশালী ঝড় তৈরি হয়।
এখন পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে, এরিন সরাসরি স্থলভাগে আঘাত হানবে না। তবে এটি পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ ও লিওয়ার্ড দ্বীপপুঞ্জের উত্তরে অবস্থান করছে। এসব এলাকায় প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা, ভূমিধসের ঝুঁকি রয়েছে।
পুয়ের্তো রিকোতে বন্যা সতর্কতা জারি হয়েছে। তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ এবং লিওয়ার্ড দ্বীপপুঞ্জের কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণের সতর্কতা জারি রয়েছে।
ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের মতে, আগামী সপ্তাহে ঝড়টির বাতাসের গতি ওঠানামা করবে, তবে আকার দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাহামা ও আটলান্টিক কানাডায় মারাত্মক সমুদ্র স্রোত ও প্রাণঘাতী রিপ কারেন্ট তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক উষ্ণতা এরিনকে অতিরিক্ত শক্তি জোগাচ্ছে। যদিও ২০২৩ ও ২০২৪ সালের মতো রেকর্ড উষ্ণতা নেই, তবুও এ অঞ্চলের পানি গড়পড়তার চেয়ে অনেক বেশি উষ্ণ—যা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব।
২০২৫ আটলান্টিক হ্যারিকেন মৌসুমে ইতোমধ্যেই ৫টি সিস্টেম দেখা দিয়েছে। এরিন মৌসুমের প্রথম বড় হ্যারিকেন হলেও আগস্ট-অক্টোবর পর্যন্ত আরও শক্তিশালী ঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, আটলান্টিক অঞ্চলে এ বছর গড়ের চেয়ে বেশি ট্রপিক্যাল ঝড় তৈরি হতে পারে।