মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৯ কর্মী আটক

হরতাল-অবরোধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর থানার পুলিশ তিনজনকে আটক করে। ছবি : এনটিভি
হরতাল-অবরোধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতে ইসলামীর ১৯ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সদর থানার পুলিশ সাতজন, গাংনী থানা পুলিশ ৯ জন ও মুজিবনগর থানার পুলিশ তিনজনকে আটক করেছে। এর মধ্যে একজন জামায়াতকর্মী ও বাকিরা বিএনপির কর্মী-সমর্থক। ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।