গোপালগঞ্জের কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
আভিযানিক দলটি প্রথমে সেবপ্রত্যাশী হয়ে গোপনে খোঁজ খবর নেন এবং পরবর্তীতে তদন্ত করে দেখেন ওই অফিসের অফিস সহকারী আবুল খায়ের, মোহরার শিখা রানী মন্ডল ও মেশকাতুর রহমানের বিরুদ্ধে নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ আদায়, টিকিটের রশিদ বাবদ অতিরিক্ত অর্থ আদায়, জমির দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত অর্থ আদায় সহ জমিদাতা ও গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার প্রমান মেলে।
দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে অভিযুক্তদের পক্ষ থেকে কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাব-রেজিস্ট্রারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ দাবি, ৫২(খ) ধারা রশিদ বহি (টিকিট বহি)-এ অতিরিক্ত অর্থ আদায় ও দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ দাবিসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদুক কর্মকর্তারা।
এ অভিযান পরিচালনাকালে দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) সোহরাব হোসেন সোহেল ও উপ-সহকারী পরিচালক (ডিএডি) আফসার উদ্দিন উপস্থিত ছিলেন।