পল্টন থানার মামলায় শাহে আলম মুরাদসহ দুইজন রিমান্ডে

রাজধানীর পল্টন থানার মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আজিজুল হক সুমন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
নথি থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এজাহার থেকে জানা যায়, গত ৬ এপ্রিল সকাল ৭ টার দিকে পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামের বিপরীত পাশে শহীদ আবরার হোসেন অ্যাভিনিউ পূর্ব পাশের রাস্তায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠন নিয়ে মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতিসাধনের চেষ্টা করে। ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করতে তারা সমবেত হন। তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিলেন। পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যান।
এ ঘটনায় ওই দিনই পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।