বারডেম হাসপাতালের নতুন মহাপরিচালক ডা. ফয়সাল

বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মির্জা এম হাসান ফয়সাল। অধ্যাপক ডা. মুর্তাজা কবীর ইজহারুল কাইয়ুম চৌধুরীকে বহিষ্কার করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
আজ ২০ এপ্রিল (রোববার) বারডেমের মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ডা. কাইয়ুম চৌধুরীকে অব্যাহতি দিয়ে নোটিশে বলা হয়েছে, বারডেম জেনারেল হাসপাতালে মহাপরিচালক পদে নিয়োগপত্রের পরিপ্রেক্ষিতে আপনার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ গত ১৩ মে ২০২৩ তারিখে ২০ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। আপনার কার্যকালে বারডেম জেনারেল হাসপাতালে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তা গর্বভরে স্মরণ করছে। কিন্তু আপনি আজ ২০ এপ্রিল ২০২৫ তারিখে বাইরের লোকজনসহ বারডেম হাসপাতালে এসে বারডেমের পরিবেশ নষ্ট করেছেন। ফলে বারডেমের চিকিৎসক এবং চাকরিজীবীরা ধর্মঘটের ঘোষণা দেন। সেই পরিপ্রেক্ষিতে আপনাকে বারডেমের মহাপরিচালক পদে রাখা সম্ভব হচ্ছে না।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অর্জিত ছুটি মঞ্জুর করা এবং নিয়োগপত্রের বিধির শর্ত মোতাবেক ২০ এপ্রিল থেকে আগামী ২০ জুন পর্যন্ত অগ্রিম বেতন পরিশোধ করে আজ থেকে অব্যাহতি প্রদান করা হলো। আপনার সব দেনা-পাওনার জন্য বারডেম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।
হাসপাতালের একাধিক সূত্র থেকে জানা গেছে, দুর্নীতিসহ নানা অভিযোগে সাবেক মহাপরিচালক ডা. কাইয়ুম চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার থেকে ধর্মঘটের ঘোষণা দেন তাঁরা। তিনি ৩২ দিন ধরে ছুটিতে ছিলেন। আজ তিনি বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং নিজের রুমে বসেন। তখন চিকিৎসকরা এর বিরোধিতা করেন। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক বৈঠকে বসে এবং কাইয়ুম চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নতুন মহাপরিচালক হিসেবে ডা. মির্জা ফয়সালকে নিয়োগ দেওয়া হয়।