কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন নভেম্বরে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠেয় হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। গতকাল রোববার (১৮ মে) বিকেলে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো সমাবর্তনের সময় পেছানো হলো। ২০২৩ সালের ২০ নভেম্বর অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য প্রথমবার সমাবর্তনের সময় ঘোষণা করেছিলেন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস।
পরবর্তীতে গুচ্ছ ভর্তি থেকে বের হয়ে যাওয়া এবং পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করলে, উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। তখন একক ভর্তি পরীক্ষার কারণে সমাবর্তন পিছিয়ে সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সমাবর্তনের সার্বিক প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয় উপ-উপাচার্যকে।
গতকাল রোববার (১৮ মে) এ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় সিদ্ধান্ত হয়, গরমের কারণে সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সমাবর্তন আয়োজন করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, সমাবর্তনের অনুষ্ঠান যেহেতু দুপুরের দিকে হয়ে থাকে, তাই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত গরমের কথা বিবেচনায় নিয়ে আমরা আলোচনা করে সময় পিছিয়ে নভেম্বর করার সিদ্ধান্ত নিয়েছি।