'অতারকা' শিল্পীদের পুলিশের লাঠিপেটা!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিল্পী।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিএফডিসিতে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টার দিকে লাঠিপেটার ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, অবাঞ্ছিত ভিড় ঠেকাতে এবং পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে কারো ধাক্কাধাক্কি হতে পারে। প্রকৃত শিল্পী ও ভোটারদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২১টি পদের বিপরীতে ৫৮ শিল্পী ভোটে লড়ছেন। ৬২৪ শিল্পী ভোট দিচ্ছেন। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচিতরা দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পরিচালক মনতাজুর রহমান আকবর।এ ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই এফডিসির গেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তারপরও শিল্পীদের দেখতে শত শত মানুষ গেটের সামনে ভিড় করেন। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে দেখা যায়।
সকালে ভোট দিতে আসেন ভোটার অহিদ। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য। ভোট দেওয়ার জন্য এফডিসিতে এসেছি, কিন্তু গেটে আসার পর কেউ আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। এমনকি আমাদের লাঠিপেটা করা হয়েছে। এটা আমাদের জন্য অপমানজনক ও লজ্জার ব্যাপার।’
নির্বাচনের প্রার্থী আরমান জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং অনেকে এ অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘বিষয়টির জন্য আমরা অনুতপ্ত। আমরা এর যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এফডিসির গেটে এরই মধ্যে আমরা লোক পাঠিয়েছি।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা তো সব শিল্পী বা ভোটারকে চিনি না। যাঁদের চিনি বা তারকা, তাঁদের সম্মান দিয়ে গেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভোটের পরিবেশ সুন্দর রাখার চেষ্টা হচ্ছে। শিল্পীদের দেখার জন্য অনেক সাধারণ মানুষ গেটে ভিড় করছেন। তাঁদের ঠেকাতে পুলিশ দায়িত্ব পালন করছে। এ সময় ধাক্কাধাক্কি হতে পারে।’
তিন প্যানেলে নির্বাচনে আরো লড়াই করছেন রোজিনা, অঞ্জনা, সুব্রত, আলীরাজ, নাদের খান, আহমেদ শরিফ, আরমান, রীনা খান, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, মৌসুমী, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, পপি, পূর্ণিমা, জেসমিন, ডন, ইমন, নিরব, সাইমন প্রমুখ।
এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন শাকিব খান আর সাধারণ সম্পাদক হন অমিত হাসান। ওই নির্বাচনে নায়ক ওমর সানি সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।