ঐশ্বরিয়াকে অনুসরণ করিনি : ভাবনা

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ছবিতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। নিজের অভিনীত প্রথম ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনা। ছবি মুক্তির দিনে হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেছেন তিনি। দর্শকের সঙ্গে ছবি দেখার অভিজ্ঞতা ও অন্যান্য বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ভাবনা।
এনটিভি অনলাইন : দর্শক সারিতে বসে ছবিটি দেখেছেন। কেমন লেগেছে?
ভাবনা : সময়টা দারুণ কেটেছে। যতক্ষণ হলে ছিলাম দর্শকের উচ্ছ্বাস দেখেছি। ছবি শেষ করে দর্শকরা তাঁদের ভালোলাগার কথা আমাকে নানাভাবে জানিয়েছেন। দর্শকের ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি। তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
এনটিভি অনলাইন : হলে দর্শকের সঙ্গে কাটানো কোন মুহূর্তটি আপনার বেশি ভালো লেগেছে?
ভাবনা : বলাকা সিনেমা হলে আমি ও অনিমেষ সিট পেয়েছিলাম। কিন্তু যখন স্টার সিনেপ্লেক্সে ছবি দেখতে আসি তখন কোনো হলের একটা সিটও ফাঁকা ছিল না। আমরা একটা হলে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছবি দেখতে শুরু করলাম। ঠিক তখনই কিছু দর্শক আমাদের দেখে ছবি দেখা বন্ধ করে কাছে চলে আসে। এরপর আর কী! সেলফি আর সেলফি। এই মুহূর্তটা কী ভোলা যায়, বলুন!
এনটিভি অনলাইন : ছবির চরিত্র নয়নতারার কাছ থেকে আপনি কি কিছু শিখতে পেরেছেন?
ভাবনা : হ্যাঁ, অনেককিছুই। আমার জীবনের সঙ্গে নয়নতারার কিছুটা মিলও আছে। যা হোক নয়নতারার সরলতা দেখে আমি মুগ্ধ। ছবি মুক্তির আগে আমি বেশ কিছু সাক্ষাৎকারে বলেছি, ‘নয়নতারা আমার জীবন থেকে চলে যাচ্ছে। আমি তাঁকে হারাতে চলেছি।’
এনটিভি অনলাইন : এ রকম বলার কারণ কী ছিল?
ভাবনা : ছবির শুটিং শুরু করার আগে দেড় বছর কোনো নাটকের শুটিং আমি করিনি। এটা কম-বেশি সবার জানা। নয়নতারার মধ্যে আমি ডুবে থাকতে চেয়েছিলাম। আসলে নয়নতারার প্রেমে আমি পড়েছিলাম। তাই বারবার মনে হচ্ছিল, যে চরিত্রটিকে আমি নিজের মনে আটকে রেখেছি। সে মুক্তি পেতে যাচ্ছে। সে হয়তো আর আমার থাকবে না।
এনটিভি অনলাইন : এবার অন্য প্রসঙ্গে জানতে চাই, বলিউডের অধিকাংশ তারকারা ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইনের পোশাক পরেন। আপনিও তাঁর ডিজাইনে অনেক পোশাক পরেন। আপনি কি বলিউডের কোনো তারকাকে অনুসরণ করেন?
ভাবনা : এই প্রশ্নটা অনেকের কাছ থেকে আমি পাচ্ছি। বিশেষ করে ছবির প্রিমিয়ারে যে পোশাকটি আমি পরেছিলাম সেই একই পোশাক ঐশ্বরিয়া তাঁর এক ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে পরেছিলেন। তাই হয়তো অনেকে ভাবছেন আমি কাউকে অনুসরণ করছি। আসলে আমি ঐশ্বরিয়াকে অনুসরণ করিনি। আমি পোশাকটি পছন্দ করে মুম্বাই থেকে কিনেছিলাম। যখন পোশাকটা কিনি তখন আমি জানতাম যে ঐশ্বরিয়া সব্যসাচীর ডিজাইনের পোশাকটি পরেছিলেন। আমি সব্যসাচী মুখার্জির ভক্ত। কিন্তু কোনো বলিউড তারকাকে আমি অনুসরণ করছি না।
এনটিভি অনলাইন : দেশের বাইরে আপনি কোথায় কেনাকাটা করতে পছন্দ করেন?
ভাবনা : সিঙ্গাপুর ও ভারত।
এনটিভি অনলাইন : আজ তো বন্ধু দিবস। আপনার প্রিয় বন্ধু সম্পর্কে জানতে চাই।
ভাবনা : আমার প্রিয় বন্ধুর নাম দিয়া। আমরা একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ছি। দিয়াকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনের সেরা বন্ধু দিয়া।