তারকার প্রথম
প্রথম শুটিং ছিল শাবানা আপার সঙ্গে : রিয়াজ

প্রথম প্রেম নাকি সহজে ভোলা যায় না। তারকারাও হয়তো ভুলতে পারেন না তাঁদের প্রথম প্রেমের কথা। প্রথম প্রেমের গল্প কেউ কেউ ডায়েরিতেও লিখে রাখেন। শুধু প্রথম প্রেম নয়, জীবনে ঘটে যাওয়া প্রথম অনেক ঘটনাই ভোলা যায় না। তারকাদের জীবনেও রয়েছে প্রথম অনেক ঘটনা, আর তা শোনার আগ্রহ রয়েছে অনেকেরই। আজ আমরা জানব, ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের প্রথম কয়েকটি ঘটনা বা স্মৃতির কথা।
প্রথম স্কুল
আমার প্রথম স্কুল ছিল ফরিদপুরে। স্কুলের নাম ছিল তারার মেলা হাইস্কুল।
প্রথম শিক্ষক
প্রথম শিক্ষকের কথা মনে নেই। তবে আমার প্রিয় শিক্ষকের কথা মনে আছে। তিনি ছিলেন হাসান স্যার। স্যার যেমন আমাকে ভালোবাসতেন, তেমনি পড়াশোনায় ফাঁকি দিলে মারধরও করতেন। স্যারের কারণেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম আমি।
প্রথম চলচ্চিত্র
দেওয়ান নজরুল পরিচালিত চলচ্চিত্র ‘বাংলার নায়ক’। ১৯৯৫ সালে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল।
প্রথম পারিশ্রমিক
‘বাংলার নায়ক’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করে ৫০,০০০ টাকা পেয়েছিলাম। টাকাটা একবারে পাইনি। প্রথমে পেয়েছিলাম ২৫ হাজার টাকা। টাকাটা পেয়ে মায়ের হাতে তুলে দিয়েছিলাম। আর নিজের জন্য কিছু পোশাকও কিনেছিলাম।
প্রথম শুটিং করার অভিজ্ঞতা
‘বাংলার নায়ক’ চলচ্চিত্রে অভিনয় করার সময় আমার প্রথম শুটিং ছিল শাবানা আপার সঙ্গে। আমার মনে আছে, প্রথম শট এক টেকে ওকে হয়েছিল। সবাই তখন হাততালি দিয়েছিলেন। শাবানা আপার মতো বড় মাপের একজন শিল্পীর সঙ্গে প্রথম শট এক টেকে কীভাবে ওকে হয়েছিল তা জানি না। তবে বিষয়টি আমার ভালোই লেগেছিল।
প্রথম প্রেম
আমার প্রথম প্রেম ছিল এয়ার ক্রাফট। যখন বৈমানিক ছিলাম তখন মেঘে মেঘে ঘুরে বেড়াতাম। শব্দকে পেছনে ফেলে আমরা উড়তাম। যখন আকাশে আমরা ফ্লাই করতাম, তখন নিস্তব্ধ থাকত চারপাশ। সেই নিস্তব্ধতা এখনো মিস করি। আর বলতে পারেন, আমার মেয়ে আমেরাও আমার প্রথম প্রেম। আমার প্রথম প্রেম যেমন আমেরা তেমনি ওর মা বলে আমেরার প্রথম প্রেমও নাকি আমি।