নতুন বিজ্ঞাপনে মাশরাফি

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট বিশ্বের বড় এই তারকা এরই মধ্যে কাজ করেছেন কয়েকটি বিজ্ঞাপনে। সম্প্রতি তিনি আরেকটি পণ্যের মডেল হলেন। এবার একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটির মডেল হওয়ার অভিজ্ঞতা দারুণ ছিল বলে জানান মাশরাফি। বেশ আনন্দ নিয়ে তিনি কাজটি করেছেন।
ফ্লাইবট স্টুডিও ও স্টুডিও মিথোনমিয়া প্রোডাকশনের ব্যানারে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন সুমন সরকার। বিজ্ঞাপনে মাশরাফির সঙ্গে মডেল হিসেবে আরো আছেন অভিনেতা পাভেল ইসলাম।
পরিচালক সুমন সরকার বলেন, ‘বিজ্ঞাপনটি নির্দেশনা দিয়ে আমি খুব উচ্ছ্বসিত। মাশরাফি ভাই খুব হেল্প করেছেন। তিনি এত ফ্রেন্ডলি, তাঁর সঙ্গে কাজ না করলে হয়তো বুঝতে পারতাম না।’
সুমন আরো বলেন, ‘বিজ্ঞাপনচিত্রের একপর্যায়ে মাশরাফি ক্রিকেটার হিসেবে সবাইকে এনার্জি ড্রিংক খেতে বলবেন। আর একটি দৃশ্যে মাশরাফিকে মাঠে খেলতেও দেখা যাবে। সেখানে তাঁর কোচ হিসেবে দেখানো হবে পাভেল ইসলামকে। আশা করছি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।’
আগামী এক বছর মাশরাফি বিন মর্তুজা নতুন এনার্জি ড্রিংটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন, এমনটিই জানান সুমন। তিনি আরো জানান, খুব শিগগির বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।