দুই মাস আগেই সিদ্ধান্ত নিয়েছি মিডিয়া ছেড়ে দেব : হাসিন

২০১১ সালের ভিট-চ্যানেল আই টপ মডেল হয়েছিলেন হাসিন রওশন। এর পর থেকে টানা পাঁচ বছর নিয়মিত মডেলিং ও অভিনয় করেছেন তিনি। কিন্তু গতকাল রোববার রাতে হঠাৎ করেই সামাজিক গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন মিডিয়া ছেড়ে দিচ্ছেন। এ প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন হাসিন।
প্রশ্ন : মিডিয়া কি সত্যিই ছেড়ে দিচ্ছেন?
উত্তর : হ্যাঁ। আমি দুই মাস আগেই সিদ্ধান্ত নিয়েছি মিডিয়া ছেড়ে দেব। শুধু কিছু নাটকের শিডিউল আগে থেকে দিয়েছিলাম বলে পারিনি। এখন আর কোনো নাটকের শিডিউল দেওয়া নেই। তাই ফেসবুকের মাধ্যমে আমার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিলাম।
প্রশ্ন : আপনার আগে অনেক মডেল-অভিনেত্রী মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েও দর্শকের অনুরোধে আবারও কাজ করেছেন। আপনার ক্ষেত্রেও কি এ রকম হওয়ার সম্ভাবনা আছে?
উত্তর : ইনশআল্লাহ্ নেই। আমি আমার সিদ্ধান্তে অটুট থাকব। গত রাত থেকে অনেকেই আমাকে কাজ থেকে বিদায় না নেওয়ার জন্য বলছেন। আমার সহকর্মীরা, সাংবাদিকরা, বন্ধুরা অনেকেই বলছেন আমার এ সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কিন্তু আমি কারো অনুরোধ রাখতে পারব না। আমার এখন ইচ্ছে আমি শুধু পরিবারকেই সময় দেব। আর সবাই আমাকে এতটা ভালোবাসে এটা আমি আগে বুঝিনি। এমনকি কাজ করার সময়ও কখনো ধারণা হয়নি মানুষ আমাকে এতটা ভালোবাসে! সবাইকে এখন শুধু আমি একটা কথাই বলছি, ‘আমি এখনো মরে যাইনি।’
প্রশ্ন : আপনি তো মিডিয়াতে এমনিতেও কম কাজ করতেন। পরিবারকেই সময় দিতেন বেশি। মিডিয়া ছেড়ে দেওয়ার পেছনে শুধু কি পরিবারকে সময় দেওয়া একমাত্র কারণ?
উত্তর : এটা সত্যি আমি খুব কম কাজ করতাম। কিন্তু আমি আমার পরিবার নিয়ে এখন বেশি ভাবছি। ভবিষ্যতের কথাও চিন্তা করছি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।
প্রশ্ন : আপনার এমন সিদ্ধান্তে আপনার স্বামীর কী অভিমত?
উত্তর : আমি আমার হাজবেন্ডের কাছে অনেক কৃতজ্ঞ। আমাকে অনেক স্বাধীনতা তিনি দিয়েছেন। আমি যা করতে চেয়েছি, তাতে তিনি কোনো আপত্তি করতেন না। মিডিয়ায় আমি কাজ করব না এটা জেনে তিনি বলেছেন, ‘যেটা ভালো ভাবছো সেটাই করো। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।’
প্রশ্ন : পাঁচ বছরের ক্যারিয়ারে ২০০টির মতো নাটকে অভিনয় করেছেন। কোনো নাটক বিশেষভাবে আপনার মনে দাগ কেটেছিল কি?
উত্তর : মাসুদ সেজান পরিচালিত ‘সেলিব্রিটি’ নাটকটি আমার মনে সত্যি দাগ কেটেছিল। আমি এখানে মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছিলাম। নাটকটির জন্য লাক্স আরটিভি টিভি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম আমি। এ ছাড়া আরো অনেক নাটকের কথা আমার মনে থাকবে।
প্রশ্ন : চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন অনেক। সব সময় বলতেন ভালো গল্প পেলে চলচ্চিত্রেও অভিনয় করবেন। কিন্তু সেটা তো আর হলো না। আফসোস থাকবে কি?
উত্তর : না কোনো আফসোস থাকবে না। আমার সৌভাগ্য আমি নাটক ও মডেলিং করেই অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।