অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড, প্রথম দিনেই ১০০ কোটির পথে ‘কুলি’

মুক্তির আগেই রজনীকান্ত অভিনীত অ্যাকশন থ্রিলার ‘কুলি’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রিতে নজির গড়েছে। লোকেশ কানাগারাজ পরিচালিত এই সিনেমা ১৫ আগস্ট মুক্তি পাবে। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ভারতে মুক্তির চার দিন আগে পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৬.৮ লক্ষ টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির; যা থেকে আয় হয়েছে ২০.২৬ কোটি (ব্লক সিটসহ)। বিশ্বব্যাপী প্রথম দিনের প্রি-সেল আয় ইতিমধ্যেই ছুঁয়েছে ৫১ কোটি।ভাষাভিত্তিক...