আজ থেকে স্টার সিনেপ্লেক্সে ৪ হলিউডের সিনেমা

গ্রীষ্মের শেষে ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য জমজমাট এক শুক্রবার। ২৭ জুন স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি আলোচিত হলিউড সিনেমা—আসছে প্রযুক্তি বনাম মানবিকতার প্রশ্ন তোলা হরর ‘মেগান ২.০’, গতির নেশায় মোড়া ‘এফ ওয়ান’, প্রিয় অ্যানিমেশনের লাইভ-অ্যাকশন রূপ ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ আর দীর্ঘ অপেক্ষার পর ফিরে আসা ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।
মেগান ২.০
রোবটিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তার সীমারেখা নিয়ে প্রশ্ন তোলে ‘মেগান ২.০’। প্রথম পর্বে ভয় আর রক্তপাতের মধ্যে প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল, এবার তা আরও গভীরে গেছে। নতুন এ কিস্তিতে মেগান মুখোমুখি হচ্ছে আরেক এআই ‘অ্যামেলিয়া’র। কে বেশি হুমকি—মানুষ না মেশিন? পরিচালনায় আছেন আগের মতোই জেরার্ড জনস্টোন। অভিনয়ে আছেন অ্যালিসন উইলিয়ামস, ভায়োলেট ম্যাকগ্রা, ইভানা সাখনো প্রমুখ।
এফ ওয়ান
ফর্মুলা ওয়ান রেসিংয়ের উত্তেজনা আর ব্যক্তিগত জীবনের পুনরাবিষ্কার—দুটি নিয়েই নির্মিত ‘এফ ওয়ান’। কেন্দ্রীয় চরিত্রে ব্র্যাড পিট, যিনি একজন অবসরপ্রাপ্ত রেসার সনি হেইস। একসময় দুর্ঘটনায় ক্যারিয়ার থেমে গেলেও, বছর দশেক পর তিনি ফিরে আসেন নতুন এক রেসারের মেন্টর হয়ে। পুরোনো ট্র্যাকে ফেরার গল্প জোসেফ কোসিনস্কির পরিচালনায় পেয়েছে আবেগ ও গতি দুটোরই সংমিশ্রণ।
হাউ টু ট্রেইন ইওর ড্রাগন
এক দশক ধরে শিশু-কিশোরদের হৃদয় জয়ে করে আসা অ্যানিমেটেড গল্প এবার ফিরে এসেছে লাইভ-অ্যাকশন রূপে। হিক্কাপ আর তার ড্রাগন টুথলেসের বন্ধুত্ব, সমাজের ভ্রান্ত ধারণা ভাঙার গল্প আর নতুন এক পৃথিবীর স্বপ্ন—সব মিলিয়ে এটি যেন বড়পর্দার জন্য এক নতুন রূপকথা। পরিচালনায় আছেন মূল অ্যানিমেশন সিরিজের নির্মাতা ডিন ডেব্লোইস।
ফাইনাল ডেস্টিনেশন
ফাইনাল ডেস্টিনেশন সিরিজে মৃত্যু কখনোই কেবল শেষ নয়, বরং শুরু। এক দশকের বিরতির পর এবার আসছে ‘ব্লাডলাইনস’। কেন্দ্রীয় চরিত্রে কলেজশিক্ষার্থী স্টেফানি রেয়েস, যিনি তার পরিবারের ওপর ভর করা এক অদৃশ্য মৃত্যুঅভিশাপের মোকাবিলা করছেন। পরিচালনায় জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম বি স্টেইন, আর দর্শকদের জন্য অপেক্ষায় আরও এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা।
চারটি সিনেমাই ভিন্ন স্বাদ, ভিন্ন ধারা—তবে এক জায়গায় মিল, সবকটিই বড়পর্দায় দেখার মতো। স্টার সিনেপ্লেক্সে সেই সুযোগ তৈরি হয়েছে এই সপ্তাহেই।