মোশাররফ বা রাজ নয় ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব?

‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ শিরোনামে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন ছোট পর্দার পরিচালক আবু হায়াত মাহমুদ। সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সত্য ঘটনা অবলম্বনে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিনেমাটির কাহিনি।
গুঞ্জন ছিল, সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিভিন্ন ঘটনা প্রাধান্য পাবে গল্পে। কিন্তু সেই কালা জাহাঙ্গীরের জন্য মোশাররফ করিম ও শরিফুল রাজের নামও পরিচালকের বরাতে এসেছিল গণমাধ্যমে।
তবে এনটিভি অনলাইন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জেনেছে, মোশাররফ বা রাজ নয় ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান। এরই মধ্যে শাকিবের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আজ (২জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে পারেন শাকিব খান। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এটিই হতে যাচ্ছে পরিচালের প্রথম সিনেমা।
যদিও এখনই সিনেমাটি নিয়ে আনুষ্ঠিকভাবে মন্তব্য জানাতে বলে রাজি হয়নি সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।
‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন দিলারা জামান, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।