২৩ বছরে এনটিভি
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি।
খুব অল্প সময়ের মধ্যেই এনটিভি তার অনুষ্ঠানের বিষয় বৈচিত্র, আধুনিক চিন্তাধারা, সুস্থ ও রুচিসম্মত নাটক নির্মাণ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের মন জয় করে নেয়। আগামীতেও এনটিভি তার এই জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে যা যা দেখবেন।
আজ বৃহস্পতিবার সকাল ০৬টা ১০ মিনিটে বর্ষপূর্তি’র বিশেষ অনুষ্ঠান: কোরআনুল কারিম: তেলওয়াত, অনুবাদ ও ব্যাখ্যা। প্রযোজনা: শাহ মো: সাইফুল্লাহ। অংশগ্রহণে: জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজগণ। সকাল ০৬টা ৪০ মিনিটে একক নাটক: পেইন গেস্ট। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার, সোমা ফেরদৌস, রেজাউল আমিন সুজন, আশিক আকবর আকাশ, রাজা প্রমূখ।
সকাল ০৭টা ৩০ মিনিটে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান: স্বাস্থ্য প্রতিদিন। প্রযোজনা: কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা: নূসরাত দীপা। অতিথি: ডা: শাখাওয়াৎ সায়ন্ত এবং শ্রাবন্য তৌহিদা। সকাল ০৮টায় বর্ষপূর্তি’র বিশেষ: আজ সকালের গানে। সরাসরি। শিল্পী: শিমু দে। উপস্থাপনা: নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা: রফিকুল ইসলাম। সকাল ০৯টা ৩০ মিনিটে বর্ষপূর্তি’র বিশেষ অনুষ্ঠান: সকালবেলার নিমন্ত্রণে। অতিথি: সাদিয়া আয়মান। উপস্থাপনা: নূজহাত সওম। প্রযোজনা: রফিকুল ইসলাম। সকাল ১০টা ১৫ মিনিটে বর্ষপূর্তি’র বিশেষ বাংলা ছায়াছবি: তুফান। পরিচালনা: রায়হান রাফি। অভিনয়ে: শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী প্রমূখ।
দুপুর ০১ টায় বর্ষপূর্তি’র বিশেষ সঙ্গীতানুষ্ঠান: উৎসবের গান। সরাসরি। শিল্পী: লায়লা, প্রিয়াংকা, মুহিন ও রাজিব। উপস্থাপনা: পুতুল। প্রযোজনা: শাহরিয়ার ইসলাম। বিকেল ০৩টা ৩০ মিনিটে বিশেষ টকশো: গণমাধ্যম ও গন্তব্য: ২৩ বছরে এনটিভি। সরাসরি। সঞ্চালনা: জহিরুল আলম। প্রযোজনা: সোহেল হক। আলোচক: সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান। বিকেল ০৫টা ২৫ মিনিটে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান: এনটিভি বাইশ পেরিয়ে তেইশে। সরাসরি।
সন্ধ্যা ০৬টা ১৫ মিনিটে স্ট্যান্ডআপ কমেডি শো: হাসিতে খুশিতে তেইশে। সরাসরি। উপস্থাপনা: আবু হেনা রনি। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে: শাওন মজুমদার, তারেক মাহমুদ, রিয়াজ উদ্দীন, আবিদ হাসান নিরব, তরু, আল আমিন নিরব, সাইফুর রহমান।
রাত ০৯টা ৩০ মিনিটে বর্ষপূর্তি’র বিশেষ নাটক: সাথী। চিত্রনাট্য: আব্রাহাম তামিম। গল্প ও পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: পার্থ শেখ, সুমনা ইয়াসমিন, শেখ মাহবুবুর রহমান, আঞ্জমান আরা শিরিন প্রমূখ। রাত ১১টা ৩০ মিনিটে বর্ষপূর্তি’র বিশেষ সঙ্গীতানুষ্ঠান: এনটিভি’র জন্মদিনে সোলস। সরাসরি। উপস্থাপনা: নীল হুররে জাহান। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান।