শ্রীলেখার সঙ্গে প্রেম ছিল ফেরদৌসের, কী বলছেন কলকাতার অভিনেত্রী

দুই বাংলার আড্ডায় প্রায়ই ভেসে আসে প্রেম কিংবা বন্ধুত্বের গল্প। এবার সেই আলোচনায় নাম জড়াল ফেরদৌস আহমেদ আর শ্রীলেখা মিত্রর। মঙ্গলবার দেশের এক গণমাধ্যমে দাবি করা হয় , নাকি দুজনের মধ্যে প্রেম ছিল!
সেই খবরের জেরে শ্রীলেখার কাছে প্রশ্ন রাখা হলে তিনি ফিরিয়ে দিলেন স্মৃতির পাতায়। জানালেন, বাংলাদেশের পরিচালক স্বপন সাহার সিনেমাতে (সিংহ পুরুষ) কাজ করতে গিয়ে ফেরদৌসের সঙ্গে পরিচয়। তখনও তরুণ অভিনেতা, পড়াশোনার পাশাপাশি অভিনয় শুরু করেছেন মাত্র। শান্ত, ভদ্র স্বভাবের জন্য ফেরদৌসকে ভালো লেগেছিল শ্রীলেখার। কিন্তু সেখানেই সীমাবদ্ধ থেকেছে সবকিছু।
পরে যখন বাসু চট্টোপাধ্যায় নতুন সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র জন্য নায়ক খুঁজছিলেন, শ্রীলেখাই ফেরদৌসের নাম প্রস্তাব করেছিলেন। তার ভাষায়,‘আমার সূত্রেই ও টলিউডে পা রাখে। তবে কোনো নাম বললেই যে প্রেম হয়, তা তো নয়।’
অভিনেত্রী জানালেন, কাজের সূত্রেই যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, তা সময়ের সঙ্গে মুছে গেছে। এখন যোগাযোগও নেই প্রায়।