সেই ‘সুপারম্যান’ এখন মার্কিন অভিবাসন এজেন্ট

ক্রিপটন নামের ধ্বংসপ্রাপ্ত এক গ্রহ থেকে পৃথিবীতে আসা কাল্পনিক চরিত্র সুপারম্যান। যিনি দিনের বেলায় সাংবাদিক, আর গোপনে বিখ্যাত লাল-নীল পোশাক পরে অন্যায়ের বিরুদ্ধে লড়েন এক সুপারহিরো হিসেবে।অসাধারণ শক্তি, উড়তে পারা, এক্স-রে দৃষ্টি, বুলেটপ্রুফ শরীর এবং অতিমানবিক নৈতিকতার জন্য কোটি ভক্তের প্রিয় হিরো সুপারম্যান হয়ে ওঠেন বিশ্বজুড়ে ন্যায়ের প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে কমিকস, সিনেমা, টিভি সিরিজ, অ্যানিমেশন...