৯ বছর পর শুভশ্রীর কাছাকাছি দেব, প্রথম কী কথা হলো তাদের?

৯ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। সোমবার (৪ আগস্ট) কলকাতার নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চে অবশেষে একসঙ্গে ধরা দিলেন দেব-শুভশ্রী। যাদের একসঙ্গে দেখার জন্য ভক্তরা এক প্রকার ব্যাকুল হয়ে উঠেছিল, তাদের সেই চাহিদা পূরণ করলেন এই জুটি। এদিন দেবের পরনে ছিল কালো স্যুট, চোখে রোদ চশমা। আর 'ব্ল‍্যাক লেডি' সেজে ক্যামেরাবন্দি হলেন শুভশ্রী। এদিন মঞ্চে এন্ট্রি নিয়েই 'রোমিও'র গানের তালে তাল...