নেটফ্লিক্সে আসছে ‘সিসামি স্ট্রিট’

বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও বিনোদনের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসামি স্ট্রিট’ এবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে। তবে যুক্তরাষ্ট্রের পাবলিক সম্প্রচারমাধ্যম পিবিএস-এ এর প্রচার আগের মতোই অব্যাহত থাকবে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান সিসামি ওয়ার্কশপ।সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, জনপ্রিয় চরিত্র এলমো, কুকি মনস্টার, অ্যাবি ক্যাডাবি এবং তাদের সব বন্ধুরা এ বছরের শেষ দিকে...