প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে সোবার্স-ক্যালিসের পাশে স্টোকস

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস চতুর্থ দিন শেষে ফিরেছেন ফিরেছেন কীর্তি গড়ে। ইংল্যান্ডের ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তিনিই প্রথম ৭০০০ রানের পাশাপাশি ২০০ উইকেটের মালিক এখন। গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
চতুর্থ টেস্টে ইংলিশ অধিনায়ক অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। বল হাতে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নেন, এরপর ব্যাট হাতে দুই বছর পর দেখা পেয়েছেন সেঞ্চুরির। ইংল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি গড়ের ইয়ান বোথাম, টনি গ্রেগ ও গাস অ্যাটকিনসন।
স্টোকস ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০০ রান এবং ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (৮০৩২ রান ও ২৩৫ উইকেট) এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের (১৩২৮৯ রান ও ২৯২ উইকেট) নামের পাশে ছিল এই রেকর্ড। তৃতীয় ক্রিকেটার হিসেবে এবার স্টোকস যোগ দিলেন তাদের পাশে। ব্যাট হাতে ৭০৩২ রানের পাশাপাশি বল হাতে ২২৯ পেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
আগেরদিন ৭৭ রানে অপরাজিত থাকা স্টোকস চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন। ৩৫ ইনিংস পর তিনি সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১৯৮ বলে ১৪১ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে সর্বশেষ ২০২৩ সালের জুনে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে ১৫৫ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার।