‘আগুন লাগা সন্ধ্যা’ নিয়ে বিব্রত ববিতা

আমজাদ হোসেনের ‘আগুন লাগা সন্ধ্যা’ উপন্যাস অবলম্বনে পরিচালক এফআই মানিক নির্মাণ করছেন একটি চলচ্চিত্র। এরই মধ্যে শুটিংয়ের সময়সূচি তৈরি করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকেই ছবির শুটিং শুরু করতে চান পরিচালক। জনপ্রিয় চিত্রনায়িকা ববিতাও প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন বলে জানান তিনি। অথচ ববিতা এর কিছুই জানেন না বলে জানিয়েছেন এনটিভি অনলাইনকে।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রিয় নায়িকা ববিতা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি শুনেছি এই বিষয়টি নিয়ে অনেক পত্রিকায় লেখা হয়েছে। অথচ আমি বিষয়টির কিছুই জানি না। আমার সঙ্গে এই বিষয়ে কারো কোনো কথা হয়নি। আমি কাজ করব কি না, এটি আমি কীভাবে বলব, আমাকে তো কাজ করতে বলেনি বা কাজের প্রস্তাব নিয়ে আসেনি। এফ আই মানিক সাহেব অনেক সিনিয়র পরিচালক, ভালো টেকনিশিয়ান, সব সময়ই ভালো কাজ করেন, কিন্তু আমার সঙ্গে তো কথা বলতে হবে, স্ক্রিপ্ট নিয়ে বসব তারপর কাজের বিষয়ে চূড়ান্ত হবে। এরই মধ্যে আমাকে বারবার বিভিন্ন গণমাধ্যম থেকে ফোন করা হয়েছে, কিন্তু ছবির পক্ষ থেকে কেউ আমাকে কিছু বলছে না, বিষয়টি নিয়ে আমি বিব্রত।’
বিষয়টি নিয়ে পরিচালক এফ আই মানিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওনার ফোন বন্ধ পাওয়া যায়। তবে কিছুদিন আগে এ ব্যাপারে পরিচালক এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘এটা মিথ্যা কথা যে ববিতা ম্যাডাম অভিনয় করবেন না। মৃত্যুর আগের দিন পর্যন্ত অভিনয় করতে চান তিনি। ববিতা ম্যাডাম বলেছিলেন, এখন যে ছবিগুলো হচ্ছে, সেগুলো ওনার কাছে নাটক মনে হয়। তিনি পরিপূর্ণ চলচ্চিত্রে কাজ করতে চান, ওই সব টেলিছবি বা নাটকের মতো সিনেমায় নয়।’
উপন্যাস নিয়ে ছবি নির্মাণের বিষয়ে পরিচালক বলেন, “আমজাদ ভাই যখন এই উপন্যাস লিখেছেন, সেটা ছিল ৫০ বছর আগের পরিবেশ। আমরা চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে গল্পটাকে সময় উপযোগী করেছি। যাঁরা ‘আগুন লাগা সন্ধ্যা’ পড়েছেন, তাঁরা অনেক জায়গাতেই মিল পাবেন না। মূল বিষয়টাকে আমরা ঠিক রেখে কাজটি করছি। আশা করি, পরিপূর্ণ একটা চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারব।”