সিনে সন্ধ্যায় গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

বাকস্বাধীনতা আর মানুষের বহুরূপী সত্তাকে কেন্দ্র করে তৈরি দুটি স্বল্পদৈর্ঘ্য গল্প আসছে সিনে সন্ধ্যায়।
১৮ মে, রবিবার সন্ধ্যা ৭টায় ঢাকার জার্মান কালচারাল সেন্টারে বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে গোলাম রাব্বানীর নির্মিত ‘ছুরত’ ও ‘আনটাং’। একই আয়োজনে থাকবে জার্মান নির্মাতা অনিকা ডেকারের ‘লিভসডিংস’-এর প্রদর্শনীও।
‘আনটাং’ নির্মিত হয়েছে ২০২৪ সালের শুরুতে; যেখানে কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের কথা বলার অধিকার। অন্যদিকে, ২০২৩ সালে তৈরি ‘ছুরত’ খোঁজে মানুষের ভেতরে লুকিয়ে থাকা মুখগুলো।
সিনেমাগুলোতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন ও মানিক সাহা।
এর আগে ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে।
গোলাম রাব্বানীর পরিচালনায় আরও দুটি স্বল্পদৈর্ঘ্য ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ মুক্তির অপেক্ষায় রয়েছে।