কিপটে তৌসিফ, বাড়িয়ে বলে তটিনী

কিছু মানুষ থাকে যারা বাড়িয়ে বলতে ভালোবাসে। সত্য-মিথ্যার দোলাচলে দাঁড়িয়েও তাদের মুখ থামে না—তারা বলে, হাসায়, ভালোবাসায় মোড়ানো গল্প ছড়ায়। এমনই এক চরিত্রের নাম ‘বুলবুলি’। সে সুন্দরী, গুণবতী, প্রাণখোলা—আর একটু বেশি বলে। কেউ কষ্ট পাক, তা সে চায় না। বরং সবাইকে নিয়ে একটু বাড়িয়ে বলা তার ভালবাসার একরকম প্রকাশ।
এই বুলবুলির চরিত্রে দেখা গেল সময়ের জনপ্রিয় অভিনেত্রী তটিনীকে। আর তার বিপরীতে, মহা কিপটে এক পাত্রের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
গল্পে দেখা যায়, বুলবুলিকে দেখতে আসে আবীর ও তার পরিবার। বুলবুলির বাবা ছেলেকে মোটেই পছন্দ করেন না—কেননা ছেলের কৃপণতা চোখে লেগে যায়। চার কেজি মিষ্টি, তাও কমদামী দোকান থেকে! ফল এনেছে এক কেজি করে। এমন বরজামাই কিছুতেই মানেন না বুলবুলির বাবা। কিন্তু বুলবুলি? সে তো আবীরকে ভালোবেসে ফেলে। অতঃপর বাবাকে রাজি করাতে আবীর সম্পর্কে দুনিয়া জোড়া গল্প ফাঁদে সে। বিয়ে হয় বুলবুলি-আবীরের।
এই মজার গল্পে আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম, মাসুম বাশার প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান, চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।
নাটকটির নাম ‘বেশি বলে বুলবুলি’। মুক্তি পেয়েছে ২৩ জুলাই, ইউটিউব চ্যানেলে। মুক্তির ১০ ঘণ্টায় এটি অতিক্রম করেছে ৫ লাখ ভিউ, মন্তব্যের ঘরে ভরে উঠেছে দর্শকের মুগ্ধতা।
নির্মাতার ভাষায়, ‘এটা একটা ফ্যামিলি ড্রামা। গল্পটা বেশ মজার। আমরা চেষ্টা করেছি পারিবারিক আবহে একটুকরো আনন্দ দিতে। দর্শকের সাড়া আমাদের অনুপ্রাণিত করছে।’