লিভার সিরোসিস কি পুরোপুরি ভালো হয়?

লিভার সিরোসিস জটিল রোগ। লিভারের প্রদাহ লিভার সিরোসিস ঘটায়। সময়মতো চিকিৎসা না নিলে রোগ জটিল আকার নেয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৩৮৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফারুক আহমেদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের লিভার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন।
প্রশ্ন : চিকিৎসা আপনারা শুরু করেন কীভাবে সেটি একটু জানতে চাই।
উত্তর : চিকিৎসা শুরুর পর প্রথমে তার কারণটা নির্ণয় করা হয় এবং সে অনুসারে চিকিৎসা চলতে থাকে। এর মাঝে আমরা দেখি যে কারো পেটে পানি চলে আসছে কি না বা তার খাদ্যনালির শিরা ফুলে গিয়েছে কি না। এটা এন্ডোস্কোপি দিয়ে করা হয়। এসব বিষয়েরই আলাদা আলাদা চিকিৎসা আছে। এর চিকিৎসাগুলো সে পেতে থাকে।
প্রশ্ন : যদি সঠিক সময়ে চিকিৎসা করা না হয়, তাহলে কী ধরনের জটিলতা হতে পারে?
উত্তর : সঠিক সময়ে চিকিৎসা না নিলে একসময় তার কিডনির সমস্যা দেখা দিতে পারে। একসময় তার মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে। খাদ্যনালির শিরাগুলো ফুলে গিয়ে একসময় বমির সঙ্গে রক্তপাত হতে পারে। এ ছাড়া সবচেয়ে যেটি খারাপ, সেটি হলো লিভার ক্যানসার হতে পারে। যদি সময়মতো ধরা না পড়ে এবং সময়মতো চিকিৎসা না নিতে পারে, তাহলে এই বিপদ হতে পারে।
প্রশ্ন : লিভার সিরোসিসের ক্ষেত্রে কখন চিকিৎসকের কাছে যাবেন—আপনার পরামর্শ কী?
উত্তর : যাদের কোনো কারণ জানা গেছে, যেমন এরই মধ্যে যারা হেপাটাইটিস বি বা সি-তে আক্রান্ত। যাদের ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভার আছে তাদের সতর্ক হতে হবে। এ ছাড়া আরো কিছু সমস্যা বললাম, জন্মগত কারণ—এগুলো যদি কারো ধরা পড়ে, তাহলে অবশ্যই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। চিকিৎসা করার উদ্দেশ্য হলো, যাতে তার লিভার সিরোসিস না দেখা দেয়। যখন একটি কারণ ধরা পড়ে, তখন সে যেন চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকতে পারে, যেহেতু সে ঝুঁকির মধ্যে আছে।
আর যদি কোনো কারণ আগে থেকে জানা না থাকে, তাহলে শারীরিক যেকোনো সমস্যা হলে—যেমন পেট ফুলে যায়, পেট স্ফীত হয়, কিংবা যদি পায়ে পানি আসে; তারা যেন চিকিৎসকের কাছে যায়।
প্রশ্ন : সঠিক সময়ে যদি চিকিৎসা করা হয়, সে ক্ষেত্রে কি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া সম্ভব?
উত্তর : যখন কারো লিভার সিরোসিস দেখা দেয়, তখন চিকিৎসা করলেও একদম পুরোপুরি আগের অবস্থায় আসা সম্ভব হয় না। তবে নিয়মিত চিকিৎসার মাধ্যমে সে কিছুটা ভালোর দিকে যাবে, এটা আশা করা যায়। অনেক ক্ষেত্রেও চিকিৎসা করার পরপরও দেখা গেছে অসুখটি বাড়তে থাকে।
এর যে চিকিৎসা আমাদের দেশে প্রচলিত নেই, সেটি হলো লিভার ট্রান্সপ্ল্যান্ট। অনেকের ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে যখন লিভার সিরোসিস অগ্রবর্তী পর্যায়ে চলে গেছে, তখন চিকিৎসা করার পাশাপাশি তাকে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের চিন্তাও মাথায় রাখতে হবে।
প্রশ্ন : বাংলাদেশে কি এটি সচরাচর হয়?
উত্তর : আমাদের দেশে কয়েকটি হয়েছে এরই মধ্যে। তবে আপাতত হচ্ছে না। তবে আমরা আশা করছি যে দ্রুত এটি শুরু করতে পারব। তখন আমাদের দেশে লিভার সিরোসিস রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা করতে পারব।