স্ক্রলেই নেতিবাচক খবরের ছড়াছড়ি, সতর্ক মস্তিষ্ক নাকি ক্লান্ত মন?

যুদ্ধ, বোমা হামলা, রাজনৈতিক অস্থিরতা, ঘৃণামূলক অপরাধ আর নারী নির্যাতনের খবর– ডিজিটাল যুগে এমন ভয়াবহ তথ্য এখন আমাদের প্রতিদিনের সঙ্গী। এক মুহূর্তের জন্যও আমরা চোখ সরাতে পারছি না স্ক্রিন থেকে। কিন্তু প্রশ্ন হলো, মানুষের মস্তিষ্ক কি এতো দ্রুত এতো নেতিবাচক তথ্য গ্রহণ করার জন্য তৈরি? নাকি ক্রমাগত এমন খবর দেখতে দেখতে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ছে?আগে খবর পেতে হলে খবরের কাগজের জন্য অপেক্ষা করতে হতো,...